বেনাপোল অফিস : নির্বাচনে নির্বাচিত হওয়ার ৭ বছর পর বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নেতৃবৃন্দ শপথ নিলেন গতকাল বিকেলে। বিকাল তিনটার সময় সমিতির নিজস্ব কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৯ সালের ২০ জুলাই বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হলে জেলা সহকারী জজ আদালতের এক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কমিটি এতদিন শপথ নিতে পারেনি। অবশেষে নিষেধাজ্ঞাটি আদালত কর্তৃক খারিজ হওয়ায় নির্বাচিত কার্য নির্বাহী কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করতে আর কোন বাধা নেই মর্মে জানায় রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন খুলনা।
কমিটিতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জিএম আজিম উদ্দিন, সহ-সভাপতি পদে মশিউর রহমান, নুরুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক পদে এ.কে.এম আতিকুজ্জামান সনি প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন