শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ২

মির্জাপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ৯:২৪ এএম

মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের কোনাই নদীতে নৌকাডুবিতে মা, ছেলেসহ এক পরিবারের ৩ জন নিখোঁজের পর মায়ের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজনের মধ্যে ফুলখাতুন বেগম(৭০) লাশ নদী থেকে উদ্ধার করা হলে তার ছেলে আনায়ার হোসেন (৪০) এবং ছেলের বৌ ফরিদাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

নিহত ফুলখাতুন বেগম টাকিয়া কদমা উত্তরপাড়া গ্রামের ছানোয়ার মিয়ার স্ত্রী।

জানা গেছে নিহত ফুলখাতুনের মেয়ের জামাই মারা যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামে তিনি, ছেলে ও বৌসহ ১১ জনে মিলে দেখতে সেখানে যান।

সন্ধ্যায় দাফন শেষে ছিলিমনগর থেকে নৌকাযোগে কোনাইনদী হয়ে বাড়ি ফেরার সময় রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কদমা নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা অন্যরা সাঁতরিয়ে তীরে উঠে আসলেও মা ছেলে ও বৌ পানিতে ডুবে যায়।

টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা শুকুর মেম্বার জানিয়েছেন স্থানীয়রা চেষ্টা চালিয়ে ফুলখাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে স্টেশন অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন ডুবুরী দল খবর দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন