শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিসিকের দু’টি প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সরকারের সচিব) এসএম গোলাম ফারুক সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণাধীন ট্রাক টার্মিনাল ও নগর ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন। এ সময় এই দুটি প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এসএম গোলাম ফারুককে দুটি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সলর তৌফিক বক্স লিপন, সিলেট সিটি কর্পোরেশরেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক, কনসালটেন্ট বসন্ত কুমারসহ আরও অনেকে। পরিদর্শনকালে ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এস এম গোলাম ফারুক জানান, সিলেটের উন্নয়নের ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সবসময় আন্তরিক। অর্থমন্ত্রী সবসময় টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে থাকেন উল্লেখ করে এস এম গোলাম ফারুক সিটি কর্পোরেশনকে জনস্বার্থে আরও নতুন নতুন প্রকল্প তৈরির জন্য নির্দেশনা দেন এবং এসব প্রকল্প বাস্তবায়নে তার বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সিলেটের অবকাঠামো খাতে আরও কী কী উন্নয়ন করা যায়Ñএই ব্যাপারে প্রস্তাবনা তৈরির জন্য তিনি সিলেটের বিভাগীয় কমিশনারের সাথেও আলোচনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন