শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মিরপুরে বাঁশঝাড় থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ৪:৫০ পিএম

কুষ্টিয়ার মিরপুরে সবুজ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নওদাখাদিমপুর এলাকার বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সবুজ উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাদিমপুর এলাকার ওহিদুজ্জামান ওরফে বুদু সর্দ্দারের ছেলে।
সবুজের বাবা ওহিদুজ্জামান বলেন, আমার ছেলের ওপরে জ্বিনের আছর ছিল। প্রায় রাতের বেলায় সে ঘর ছেড়ে বিভিন্ন স্থানে চলে যেত। জ্বিনে আমার ছেলেকে মেরে ফেলেছে।
মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, সকালে নওদাখাদিমপুর এলাকার বাঁশতলায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ahmed ৯ জানুয়ারি, ২০১৭, ৫:০৯ পিএম says : 0
Daily news of Lash. When it will stop. Anybody may be a Lash at any moment. A Dept named Lash Dept may be opened to count, maintain and take action for lashes in the country.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন