স্টাফ রিপোর্টার : পাঠ্যপুস্তকে ভুল এবং বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বছরের শুরুর দিনে ভুলে ভরা পাঠ্যবইগুলো কোমলমতি শিশুদের হাতে তুলে দিয়ে বই উৎসব করা হয়েছে। আসলে বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে পর থেকেই দেশের সব প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে চলেছে। সবচেয়ে বেশি নৈরাজ্য চলেছে শিক্ষা খাতে। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংস করার জন্য কোনো প্রচেষ্টাই বাদ রাখা হয়নি। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাবি অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. ওবায়দুল ইসলাম বলেন, বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে চলেছে। সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা জাতির মেরুদন্ড। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের বিশ্লেষণে এ সত্যটি বেরিয়ে এসেছে- যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সে দেশের অর্থনীতি তত দ্রুত অগ্রগামী। এটি শুধু কথার কথা নয়। অথচ শিক্ষা ব্যবস্থার উন্নতি তো দূরের কথা শিক্ষার মান নিম্নগামীসহ শিক্ষার সকল ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে বর্তমান সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন