গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের সালনায় একটি গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় সুরুজ মিয়া (২০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে ওই কাভার্ড ভ্যানের হেল্পারও আহত হন।
বুধবার (১১ জানুয়ারি) জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ওই কাভার্ড ভ্যান চালক সুরুজ মিয়া ও হেল্পার সানোয়ার হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কাভার্ড ভ্যান চালক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালের চিকিৎসক কামাল করিম জানান, রাতে সুরুজ মিয়াকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন