রাজশাহী ব্যুরো : জনপ্রতিনিধিদের যথাযথ মর্যাদা এবং তাদের আর্থিক সম্মানী দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল। সিটি করপোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সম্মানী বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।
তিনি এক অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তাঁর দুরদর্শিতা ও সহযোগিতায় সিটি কর্পোরেশনগুলোও নগর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন