বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ সরাতে সেনাবাহিনী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুনে ধসেপড়া ভবনের স্তূপ সরাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার সকালে ধ্বংসস্তূপ সরাতে আসা সেনা সদস্য মুস্তাফিজ বলেন, আমরা আজই এসেছি। ভয়াবহ এ অগ্নিকা-ে ধসেপড়া ভবনের স্তূপ সরাতে আমরা কাজ করবো।
উল্লে­খ্য, গত ২ জানুয়ারি সোমবার রাতে ডিএনসিসি মার্কেট কম্পাউন্ডের পূর্ব পাশের কাঁচাবাজার ও সুপার মার্কেট অংশে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসে।
ভয়াবহ এ অগ্নিকা-ে পাঁচ শতাধিক দোকান পুড়ে যায়। এছাড়া পূর্ব পাশের কাঁচা মার্কেটের বড় একটি অংশ ধসে গেলেও পাকা মার্কেটের আংশিক ক্ষতি হয়।
এদিকে ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদ জানান, কাঁচা মার্কেটে মোট ৪০০ দোকান ছিল। আগুনে দোতলার মার্কেটটি পুরোপুরি ধসে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন