নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের এক নেতাসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামকে (৪৪) শুক্রবার রাতে ঝুনাগাছ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি চাপানি ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে।
এছাড়া জেলার জলঢাকায় সাতজন, ডোমারে তিনজন, সদরে তিনজন, সৈয়দপুরে দু’জন ও কিশোরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন