রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কদমতলীতে গতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখার লক্ষ্যে রাজধানীর কদমতলীতে অনুষ্ঠিত হলো গতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে ফাইনালে ধোলাইপাড় স্পোর্টিং ক্লাব স্পাইডার্স ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কদমতলীর ব্যাংক কলোনীতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্ধোধন করেন চলচ্চিত্র সাংবাদিক, গবেষক এবং গতি অনলাইন এর পরিচালক ইশতিয়াকুর রহমান অব্যয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি মেম্বার হাসান মো. জাহাঙ্গীর। সাংবাদিক  নূরুল ইসলাম এবং গতি অনলাইনের পরিচালক ইব্রাহীম খলিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাওহিদ মাহাবুব রাশেদ। পুরস্কার বিতরণী শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলাই যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। এ জন্য তারা মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলাধূলার প্রতি জোর দেয়ার আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন