রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মিয়া (২৪) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন এ দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত সুমন মিয়া উপজেলার কয়েতপাড়া উইনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকার সামসুজ্জামানের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, সুমন মিয়া বেশ কিছুদিন ধরে মাঝিনা নদীর পার এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে ওই অভিযোগের ভিত্তিতে সুমন মিয়কে মাদ্রসার সামনে থেকে বখাটেকে আটক করেছে পুলিশ। পরে বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ওই বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন