মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় ৮ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রোববার রাতে রাসেল মৃধা (১৮) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, পৌরশহরের সবুজনগর এলাকার ইউসুফ আলী মৃধার পুত্র রাসেল বেশ কিছু দিন ধরে সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আজাহার কলোনি এলাকায় বসে রাসেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা চালায়। এসময় ওই মাদ্রাসাছাত্রী বাড়িতে না গিয়ে থানায় এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে রাসেলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে ৬ মাসের কারাদ- প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন