হিলি সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শুকরিয়া পারভীন এই রায় দেন। বখাটে রাসেল হিলির ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে। হাকিমপুর থানার অফিসার ইন-চার্জ আব্দুস সবুর জানান, ছাত্রীটি কলেজে যাবার পথে বখাটে রাসেল তার পথ রোধ করে অশালীন মন্তব্যসহ তাকে টানা-হেঁচড়া করলে ছাত্রীটি চিৎকার করে। এ সময় খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে রাসেলকে আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন