আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীতে জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় আমতলী সরকারি কলেজের ১ বখাটে ছাত্রকে ৩ মাসের কারাদ- দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার আমতলী সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশকালে মানিকজুড়ি দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তারকে উত্ত্যক্ত করায় মহিষডাঙ্গা গ্রামের মজিদ মল্লিকের ছেলে মনিরুল মল্লিককে আটক করে পুলিশ। মনিরুল আমতলী সরকারি কলেজের বিএ ক্লাসের ৩য় বর্ষের ছাত্র। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল আলম তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে ছাত্র ও শিক্ষক সবার উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ নিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। উল্লেখ্য, উক্ত বখাটে মনিরুল পরীক্ষার শুরু থেকে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন