বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডিএমপির এসি পদে ২৪ কর্মকর্তাকে বদলি

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার পুলিশ কমিশনারের এক আদেশে এ বদলি করা হয়।  
ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারীকে একই পদে গোয়েন্দা-পশ্চিম, খন্দকার রবিউল আরাফাত লেলিনকে গোয়েন্দা-দক্ষিণে, এস. এম. রেজাউল হককে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-গুলশান, সালমান হাসানকে সহকারী পুলিশ কমিশনার ফোর্স, অহিদুজ্জামান নূরকে একই পদে কাউন্টার টেরোরিজমে, জয়ব্রত পালকে সহকারী কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ, মো. নাজমুল হককে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস্, সুমন কান্তি চৌধুরীকে সহকারী পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ, আশরাফউল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-লালবাগ, মিশু বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন, নাঈম-উল-আলমকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ, মো. এলিন চৌধুরীকে পিওএম-পূর্ব, আবির সিদ্দিকী শুভ্রকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম, শচীন মৌলিককে সহকারী পুলিশ কমিশনার অ্যাডমিন-ট্রান্সপোর্ট, সাইদ নাসিরুল্লাহ সহকারী পুলিশ কমিশনার ই এন্ড ডি, মো. আব্দুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, ফাহমিদা আফরিনকে সহকারী পুলিশ কমিশনার লিগ্যাল অ্যাফেয়ার্স, এস. এম. শামীমকে সহকারী পুলিশ কমিশনার ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, মো. রাকিবুল হাসানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, শেখ ইমরান হোসেনকে সহকারী পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম, কেএম শহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন, নিশান চাকমাকে সহকারী পুলিশ কমিশনার কল্যাণ, জাকিয়া নুসরাতকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ও মো. সাইফুল আলম মুজাহিদকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল- মোহাম্মদপুরে বদলি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন