নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মিছিল করেছেন নারায়ণগঞ্জ বার সমিতির আইনজীবীরা।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে সাত খুন মামলার রায় ঘোষণা পর তারা জেলা দায়রা জজ আদালত চত্বরে মিছিল করেন।
মিছিলকারী আইনজীবীরা জানান, নিহত আইনজীবী চন্দন সরকারসহ সাত খুন মামলায় যে রায় ঘোষণা করা হয়েছে। তা দ্রুত কার্যকর করতে হবে।
রায়ে সাত খুনের দায়ে নূর হোসেন ও র্যাবের ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন