রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর ও তার তিন ভাইকে বহিষ্কারের সিদ্ধান্ত

টাঙ্গাইল সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ৩:০৭ পিএম

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যামামলায় অভিযুক্ত টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাকে দল থেকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

সোমবার জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এই বিষয়ে চুরান্ত সিদ্ধান্ত চেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে আবেদন পত্র পাঠানো হয়।
টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে অনুস্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকান্ডে সাংসদ আমানুর রহমান ও তার তিন ভাই জড়িত থাকার কথা জানার পর থেকে জেলা আওয়ামী লীগ থেকে তাদের বহিষ্কারের দাবি উঠে। সাংসদ আমানুর গ্রেফতারের পর এই দাবি আরও জোড়ালো হয়। তারই ধারাবাহিকতায় তাদের বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ তরা হয়েছে।
সাংসদ রানা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমানে সদস্য ছিলেন। তার ভাই আমানুর শহর আওয়ামী লীগের সদস্য্ ।
এদিকে আমানুর ও তার ভাইদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদঃআমানুর রহমান ।(মন্ত্রী)। ১২ ডিসেম্বর, ২০২১, ২:৫৭ পিএম says : 0
অফিস সহকারী ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন