সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে একটি নির্মাণাধীন ট্যানারি কারখানা ধসে সাত নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ২টার দিকে নির্মাণকাজ চলাকালীন এই ধসের ঘটনা ঘটে।
চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজ ট্যানারি নামের ধসে পড়া কারখানাটির তিনতলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করেই নির্মাণাধীন ছাদসহ পুরো কারখানাটির একাংশ ধসে পড়ে। এতে সাত নির্মাণশ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ধসে পড়া কারখানাটির ছবি তুলতে বাধা দেয় কর্তৃপক্ষ।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন