শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার থানা এলাকায় বেপরোয়া গতির ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে চানখারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সানী (২০) ও আকাশ (২৫)। একই ঘটনায় রিপন (২০) নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মুখোমুখি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহতদের পরিচিত একজন বলেছেন, হতহতদের  বাসা  বংশালের পাকিস্তান মাঠসংলগ্ন সুইপার কলোনিতে। চকবাজার থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ী ট্রাকের চালককেও আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন