গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর তবিবর রহমান বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করে। এর মধ্যে সুন্দরগঞ্জ থানা থেকে বিএনপির ২ ও জামায়াতের ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাকী ১৪ জন গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলার আসামি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন