শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে অগ্নিকান্ড ৭টি দোকান পুড়ে ছাই

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ৫:৫৭ পিএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বক্ষপুত্র নদীর উপর আলতাফ গোলন্দাজ সেতুর নিকটস্থ ৭টি দোকান সম্পূর্ণভাবে অগ্নিকান্ডে পুড়ে গেছে। এতে প্রায় ২০লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১ টা ৫০মিনিটে অগ্নিকান্ডে মো: বায়েজিত বৈদ্যুতিক দোকান, মিন্টু (ফার্নিচার দোকান ২টি), বাদল (ফার্নিচার দোকান ১টি), দিদার (ফার্নিচার দোকান ১টি), তফাজ্জল হোসেন (মনিহারি দোকান) সহ মোট সাতটি দোকানের ২০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মো: আবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই আগুন নিভানোর চেষ্টা করি। ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। দোকানদার তফাজ্জল হোসেন জানান, অগ্নিকান্ডে আমার মনিহারি দোকানের প্রায় ৪লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। গফরগাঁও থানার ওসি এ.কে.এম মাহবুব আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ২০লক্ষ টাকার মতো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন