দিনাজপুর অফিস : দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পিকনিকের শিক্ষার্থী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বে খাদে উল্টে পড়ে ৫ শিক্ষার্থীসহ আহত হয়েছে বাসের চালক ও হেলপার। হতাহত থেকে রক্ষা পেয়েছে অসংখ্য শিক্ষার্থী। আজ সোমবার সকাল সোয়া ১১টায় ঘটনাটি ঘটেছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউপি’র চেরাগপুর এলাকায়। বাসটি বগুড়া সোনাতলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকের উদ্দেশ্যে পিকনিক স্পট স্বপ্নপুরীতে যাচ্ছিলো।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাকিম আজাদ। তিনি বলেছেন, বাসের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি এখন উদ্ধারের কাজ চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন