টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের এগারো দিন পর রহিমা বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে নিজ বাড়ির পায়খানার কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সাটিয়াচড়া গ্রামের লিয়াকত আলীর স্ত্রী রহিমা বেগম গত এগারো দিন আগে নিখোঁজ হন। এ বিষয়ে তার ছেলে ওয়াসিম মিয়া মির্জাপুর থানায় একটি জিডিও করেন। সোমবার সকালে রহিমা বেগমের মেয়ে চায়না বেগম তাদের বাড়ির পায়খানার কুয়ার কাছে লাকড়ি আনতে যান। এসময় দুর্গন্ধ পেয়ে কুয়ার কাছে গেলে তার মায়ের অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
জামুর্কী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সেলিম মিয়া ও রহিমা বেগমের নাতি রকি মিয়া জানান, রহিমা বেগমের ছোট ছেলে ওয়াসিমকে কাতার পাঠানোর পর সে গত কয়েক মাস আগে ফেরত আসে। এ বিষয়ে একই এলাকার আদমব্যবসায়ী আলমের সঙ্গে বিরোধ চলছিল। বিদেশ পাঠানো টাকা ফেরত চাওয়ায় নিয়ে রহিমা বেগমের সঙ্গে আদমব্যবসায়ী আলমের স্ত্রীর সঙ্গে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর থানা অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, কুয়া থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন