শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নানিয়ারচরে চাঁদার দাবিতে ২ ট্রাকে আগুন

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১:৩৪ পিএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদার দাবিতে পণ্যভর্তি দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ১৮ মাইল-কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে অভ্যন্তরীণ সব রকম যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং পরিবহন সম্পর্কিত সব সংগঠনের নেতারা শহরে বিক্ষোভ মিছিল করছে।
সোমবার সাপ্তাহিক মহালছড়ি বাজার থাকায় ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে পাইকারি মালামাল কিনে চারটি ট্রাকে করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে মহালছড়ি বাজারে নিয়ে আসছিল। গাড়িগুলো নানিয়ারচর উপজেলার ১৮ মাইল-কাঁঠালতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িগুলোকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
চালকরা মহালছড়ি বাজারের পণ্য পরিবহনের গাড়ি জানালে তাদের কাছে চাঁদা দাবি করা হয়। চালকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় দুর্বৃত্তরা (চট্ট মেট্রো ট- ১১০৭৪১) এবং (চট্ট মেট্রো ট- ১১২০৬৬) নম্বরের দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাকে থাকা চালক এবং ব্যবসায়ীদের মারধর করে।
এতে মহালছড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রকাশ আচর্য, কামাল হোসেন, মুন্সী মিয়াসহ কয়েকজন আহত হয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা ২ রাউন্ড ফাঁকা গুলি করে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, খবর পেয়ে মহালছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল হুমায়ুন কবীরের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। একই সময় মহালছড়ি থানা থেকে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়, তখনও ট্রাকের আগুন নেভেনি। পরে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে ট্রাক দু’টি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে মহালছড়ি বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণ রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছে বলে খবর পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন