বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

হুয়াওয়ে’র স্মার্টফোন

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশের বাজারে জিআর ৫ ও মেইট ৮ মডেলের দুইটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে ফোন দুইটি উদ্বোধন করা হয়। হুয়াওয়ে জিআর ৫ স্মার্টফোনটি জি সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। স্মার্টফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তি, অত্যাধুনিক ক্যামেরা, ৫.৫ ইঞ্চির উজ্জ্বল ডিসপ্লে এবং আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন। এছাড়াও রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিস্টেম, ২ জিবি র‌্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬ জিবি। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৩০০০মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। হুয়াওয়ে জিআর ৫ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯০টাকা। অন্যদিকে, উচ্চ প্রযুক্তির স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নতুন সংযোজন মেইট ৮। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে নতুন প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। আকর্ষণীয় ও অভিজাত ডিজাইনের এ ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দিবে সর্বোচ্চ সক্ষমতা। এ সময়ের ব্যস্ত ও পেশাদারদের জন্য বিশেষভাবে তৈরি এ ফোনটিতে রয়েছে শক্তিশালী চিপসেট, মেটাল ইউনিবডি এবং আকর্ষণীয় ক্যামেরাসহ অভিনব সব ফিচার। ফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে আরও আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম সুবিধা। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯০ টাকা। - আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন