কোর্ট রিপোর্টার : রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার আনছারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে আলাদা দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। আসামিরা হলেন শাহীন আলম ও শাহ আলম। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ফজলুর রহমান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিশেষে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের শাহ আলম ও শাহিন আলম প্রত্যেকের পাঁচ দিন করে ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় আসামি হানিফকে এক দিন এবং মুশফিকুর ও গাজী মাহমুদুলাহকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন