সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১:২৫ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধ নিয়ে আনোয়ার ইসলাম বাবু ওরফে জামাই বাবুকে (৩২) ছুরিকাঘাত করে খুন করেছে সন্ত্রাসীরা। জামাই বাবু ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী মাস্টার দেলুর সহযোগী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার হাজীগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহত জামাই বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। বাবু পেশায় ছিল নির্মাণ মিস্ত্রী এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ এলাকাতে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাই বাবুর সঙ্গে স্থানীয় একদল মাদক ব্যবসায়ীদের বিরোধ ছিল। এ নিয়ে এলাকাতে প্রায়ই তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে জামাই বাবু হাজীগঞ্জ শাহজালাল রোড জনৈক মালেক মিয়ার দোকানের সামনে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন জামাই বাবুকে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহত জামাই বাবুর মামা খোকন বলেন, তার সঙ্গে কারো বিরোধ ছিল না। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে রাতে এলাকার লোকজনের কাছে খবর পাই, বাবুকে কারা যেন ছুরিকাঘাত করেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি বাবুর লাশ পরে আছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা জামাই বাবুকে ছুরিকাঘাত করে খুন করেছে। খুনিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন