শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আটঘরিয়ায় পুলিশকে গুলি করার মামলার ২ আসামি গ্রেপ্তার

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ৫:৩৩ পিএম


পাবনার আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করে আহত করার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সিইও মো. শাহাবুদ্দিন খান (বিপিএম)।
গ্রেপ্তারকৃতরা হলো-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাজার এলাকার আব্দুল লতিফের ছেলে শাকিল হোসেন (২০) ও পাবনা সদর উপজেলার দোগাছী কোমরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুজাউদ্দিন হৃদয় (৩০)।
সংবাদ সম্মেলনে মো. শাহাবুদ্দিন খান (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানিঘাটা এলাকা থেকে শাকিল হোসেনকে এবং ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুজাউদ্দিন হৃদয়কে গ্রেপ্তার করেন ‌র‌্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব সিইও জানান, গত ২৪ জানুয়ারি রাতে পাবনার গাছপাড়া এলাকার শ্যামলী এনআর গ্যাস পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে আমিরুল নামের এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় শরীফ, শাকিল ও তার সহযোগীদের। এরই প্রতিশোধ নিতে গত ২৬ জানুয়ারি সকালে আমিরুলকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটঘরিয়া থানার দুই এসআই তাদের গ্রেপ্তারের চেষ্টা করেন। আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে দুই এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাকিল, শরীফ ও তার সহযোগীরা।
এ ঘটনায় এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর সোমবার ভোররাতে মামলার আসামি শরীফ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন