মোবাইলে ভিডিও এডিটিং করে মিউজিক যুক্ত বা অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে সুন্দর করার কাজটির জন্য কম্পিউটারের জটিল কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। ‘ইনশর্ট’ নামের অ্যাপ্লিকেশনটির সাহায্যে এই কাজটি করা যাবে। এই অ্যাপটির সাহায্যে ভিডিও’র মিউজিক পরিবর্তন করে তা আপলোড করা যাবে। ভিডিও থেকে প্রয়োজনীয় অংশ কাটা যাবে। চাইলে ভিডিও মাঝে নানা স্টিকার ও ইমোজি ব্যবহার করার সুবিধা রয়েছে। এতে রয়েছে ভিডিওয়ের মাধ্যমে টেক্সট যুক্ত করার সুবিধা। ভিডিওয়ে ব্যাকগ্রাউডে পছন্দমত রং যুক্ত করা যাবে অ্যাপটির সাহায্যে। ভিডিও ছাড়াও অ্যাপটি ব্যবহার করে ছবি এডিটিং করা যাবে। একত্রে কয়েকটি ছবি কোলাজ করা যাবে। সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি। আবার একবার ডাউনলোডের পর অ্যাপটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির এক কোটির বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। এই ঠিকানা যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.পধসবৎধংরফবধং.রহংঃধংযড়ঃ থেকে অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
স ইমরান খান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন