শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিস্ফোরক মামলায় বিএনপি কর্মী কারাগারে

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস :বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক মামলায় আব্দুল কাদের (৩০) নামে বিএনপির এক সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। আব্দুল কাদের ধুনট উপজেলার দেউড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে এবং গোপালনগর ইউনিয়ন বিএনপির সদস্য। এর আগে গত সোমবার রাতে আব্দুল কাদের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২০১৪ সালের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধুনট শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কাদেরের নামে ধুনট থানা থেকে বগুড়া আদালতে অভিযোগপত্রে (চার্জশিট) দাখিল করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন