শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোরেলগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:০৭ পিএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে ২ কেজি গাঁজাসহ শাহিন খান কালু(৩০) ও রিপন চৌকিদার(১৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ আজ বুধবার ভোর ৫টার দিকে স্টিল ব্রিজ এলাকা থেকে এদেরকে আটক করে। আটক কালু যশোরের কচুয়া গ্রামের কাদের খানের ছেলে এবং রিপন মোরেলগঞ্জের নিকারি পাড়ার বাদশা চৌকিদারের ছেলে।

থানার ওসি রাশেদুল আলম জানান, ঢাকা থেকে শরণখোলা গামী ফাল্গুনী পরিবহনে গাঁজার একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টহলে থাকে। ভোর ৫টার দিকে স্টিল ব্রিজের কাছে গাড়ি থেকে নেমে গাঁজা নিয়ে রিপনের মটর সাইকেলে ওঠে কালু। এ সময় এএসআই খায়রুল ইসলাম কালু ও রিপনকে আটক করে তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন