শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বন্ধ

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:২৮ পিএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে একটি বেইলী ব্রিজের প্লেট ভেঙ্গে পড়ায় টানা ১৫ঘন্টা যাবত যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রড বোঝাই একটি ট্রাক পারাপারের সময় ব্রিজের প্লেট ভেঙ্গে পড়ে। এতে ব্রিজটির উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের।

এ ঘটনার পর থেকে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানের জন্য সকাল থেকেই সড়ক ও জনপথ বাগেরহাটের লোকজন কাজ করছে।

এ সম্পর্কে জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন মাসুদ বলেন, ব্রিজটি চালু করার জন্য কাজ চলছে। দুপুর ২টার মধ্যে এটি চালু হতে পারে বলেও তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন