নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ২০১৭ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ১৫টি সাংগঠনিক পদের মধ্যে সভাপতিসহ দু’টি পদে গণতান্ত্রিক আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থী, সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি সহ-সভাপতিসহ মোট ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সালাহ উদ্দিন মিন্টু (গণতান্ত্রিক আইনজীবী ফোরাম), সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম-১ (গণতান্ত্রিক আইনজীবী ফোরাম) ও মিনা বেগম (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক পদে মোঃ আবু বেলাল হোসেন জুয়েল (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে মোঃ মিরাজুল ইসলাম (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী) পদে এসএম সারোয়ার হোসেন (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে মোঃ শাহরিয়ার (বিএনপি) এবং সদস্য পদে মোঃ মনোয়ার হোসেন (বিএনপি), মোঃ আনোয়ার হোসেন-২ (আওয়ামী লীগ), মোঃ জিল্লুর রহমান (আওয়ামী লীগ), মোঃ আসাদুজ্জামান (বিএনপি), মোঃ রফিকুল ইসলাম-৯ (বিএনপি) কাজী হাসানুজ্জামান (আওয়ামী লীগ), কৌশিক কুমার দাস (আওয়ামী লীগ) ও মোঃ মিজানুর রহমান-৪ (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন