শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রেসিডেন্টের সঙ্গে বিদায়ী ইসি’র সাক্ষাত ৭ ফেব্রুয়ারি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মেয়াদ শেষ হওয়ার একদিন আগে আগামী ৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করার সুযোগ পেয়েছেন কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের মেয়াদের কার্যক্রম তুলে ধরার অভিপ্রায়ের কথা জানিয়ে গত সপ্তাহে বঙ্গভবনে চিঠি পাঠায় ইসি। সে প্রেক্ষিতে গতকাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত হওয়ার বিষয়টি ইসিকে জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর সময় দেয়া সংক্রান্ত চিঠি এখনো সংশ্লিষ্ট দফতরে পৌঁছেনি বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাতের সময় চেয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি)। প্রেসিডেন্ট সময় দিয়েছেন ৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায়। তিনি জানান, বিদায়ী সিইসি’র ০৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ওইদিনই বিদায়ী কমিশনের সংবর্ধনা দেয়ার পরিকল্পনা রয়েছে ইসি সচিবালয়ের।
আগামী ৯ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেয়া বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে ৮ ফেব্রুয়ারি। তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বীয় পদেই থাকছেন। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন