শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অচিরেই ভেঙে ফেলা হবে না’গঞ্জ জেলা বিএনপি অফিসের ভবন বিএনপির আপিল খারিজ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে মামলার রায়ের আপিল খারিজ করে দিয়েছে আদালত। ফলে এ মামলায় আপাতত দৃষ্টিতে জিতে গেল সিটি করপোরেশন। ৩১ জানুয়ারি মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মামলায় হেরে যাওয়ার কারণে অচিরেই ভাঙা হবে বিএনপির কার্যালয়টি।
৩০ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা যুগ্ম জজ আদালত এ মামলার রায় ঘোষণার ধার্য তারিখ ছিল। সেদিন বিকেলে আদালত বিএনপির আপিল খারিজ করে দেন নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন। যদিও ওই সময়ে বিএনপি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বোরহানউদ্দিন সরকার জানিয়েছিলেন, মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে।
সেদিন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, আমরা বিলুপ্ত পৌরসভা থেকে বিএনপি কার্যালয়ের জন্য ভবনের দ্বিতীয় তলা ইজারা নিয়েছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বিএনপি কার্যালয় উচ্ছেদের জন্য যে চিঠি দিয়েছে সেই চিঠিটাই অবৈধ। বেআইনিভাবে আমাদের উচ্ছেদের চিঠি দেয়া হয়েছে। আমরা এ বিষয়টি আদালতকে বলেছি। এছাড়াও আমরা আমাদের কাগজপত্রসহ বক্তব্য আদালতে সুস্পষ্টভাবে তুলে ধরেছি। আমাদের দাবি ছিল সিটি করপোরেশন যদি এখানে ভবন তৈরি করে তাহলে করতে পারে, তবে আমাদের সাথে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার স্থান বুুঝিয়ে দিতে হবে এবং আমরা কোনো ধরনের খরচ বহন করব না। এ ভবনটিতে আমাদের কোনো লাভ নেই। আমরা এখনও রাজি আছি সিটি করপোরেশনের সঙ্গে বসে বিষয়টির সমাধানে।
আরো জানা গেছে, গত ২৬জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত জজ আদালতে বিএনপির মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২ ঘণ্টা শুনানি হয়। বিএনপির আইনজীবীরা আদালতে দাবি করেছেন, ভবনটি নতুন করে করা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিএনপিকে বুঝিয়ে দিতে হবে। আর নতুন ভবন করার পর কোনো চার্জ বিএনপি দিবে না। বিএনপিকে উচ্ছেদ করার আগে সিটি করপোরেশন বিএনপির সাথে মিটিং করতে হবে। এছাড়াও বেশকয়েকটি দাবি আদালতে উত্থাপন করেছেন বিএনপির আইনজীবীরা। ওই শুনানিতে তৈমূর আলমসহ অর্ধশত বিএনপির আইনজীবী উপস্থিত ছিলেন যেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক আইনজীবীরা শুনানিতে ছিলেন না। এমনকি জেলা বিএনপি ও নগর বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন না আদালতে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছিলেন, আরো আগে থেকেই কাজ শুরু হলে এখন অনেক খানি কাজ শেষ হয়ে যেত। কিন্তু বিএনপি অহেতুক মামলা করে কালক্ষেপণ করেছে। জানা গেছে, আলী আহাম্মদ চুনকা পাঠাগার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের ভবন ভেঙে সেখানে নয়তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আরো আগে থেকেই নতুন ভবন নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা থাকলেও জেলা বিএনপির করা একটি মামলার কারণে সেটা বিলম্ব হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জানিয়েছে, ২০১৩ সালের মার্চে জেলা বিএনপির কার্যালয় ও এর নিচ তলাতে অবস্থিত দোকান মালিকদের অনেক আগেই বলা হয়েছে সেখানে ৯তলা বিশিষ্ট মার্কেট ভবন করা হবে। এর মধ্যে এখানকার ভবনে নিচ তলায় যেসব দোকান মালিকেরা রয়েছেন তাদেরকে নতুন ভবনের নিচ তলাতে অনুরূপ আকৃতির দোকান দেয়া হবে। এছাড়া দ্বিতীয় তলায় থাকা জেলা বিএনপির কার্যালয়টিও অনুরূপ আকৃতির করে দেয়া হবে। কারণ বিএনপি কার্যালয় ও দোকান মালিকেরা আগেই পজিশন কিনে নিয়েছে। এ কারণেই তাদের ক্রয়কৃত পজিশনের আকৃতি অনুযায়ী নতুন ভবনে জায়গা দেয়া হবে। ৪ তলার পর করা হবে আবাসিক ফ্ল্যাট বাসা।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন