মাগুরা জেলা সংবাদদাতা : নারানগঞ্জের ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সার্জেন্ট এনামুল কবির কে মাগুরা পুলিশ গ্রেফতার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশ পলাতক আসামী সেনা বাহিনীর চাকুরীচুত সার্জেন্ট এনামুল কবির (৪০) কে গ্রেফতার করেছে। সে নারানগন্জের ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। সে মাগুরা শালিখা উপজেলার কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্ল্যার পুত্র।
পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আসামী এনামুল কবির কে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফিরোজ মামুন এর আদালতে হাজির করে। আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন