শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উল্টোপথে চালানোয় ২৪৭ গাড়ির বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ২৪৭ গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ধরনের অপরাধ কেউ করলে মামলা করা হবে এবং পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল (সোমবার) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান  মো. মাসুদুর রহমান জানান, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় এসব মামলা করা হয়। নির্দিষ্ট পরিমাণ জরিমানা পরিশোধ করে মামলা তুলতে হবে। তিনি বলেন, ‘এভাবে গাড়ি চালানো পুরোপুরি বেআইনি। এতে যানজট হয়, দুর্ঘটনা ঘটে। এটা সুনাগরিকের পরিচয় বহন করে না। উল্টোপথে যানচলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক বিভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মুহাম্মদ মুছা ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৮:০৩ এএম says : 0
মুসলিম বাদ দিয়ে কি বার্তা দিচ্ছে সরকার৯৫% মুসলিম প্রধান দেশে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন