সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নবীনগরে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উরখুলিয়া গ্রামের হামিদ মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুল রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।বিরোধের জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন। তাদের নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, গত দুই দশক ধরে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদ মিয়া ও আব্দুল রাজ্জাক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ইতোপূর্বে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আবারো গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন