শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ত্রিশালে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহ অফিস | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:৩০ পিএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের ত্রিশালে শরীফুল ইসলাম শরীফ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাগান মধ্যপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরীফ বাগান ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রথম ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, গত রাতে শরীফ বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে কলা বাগানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কেন এবং কী কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। মোবাইল ট্র্যাকিং থেকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলে মনে করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন