চবি সংবাদদাতা : জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও জ্ঞান আরোহণ করতে হবে। ঠিক করতে হবে নিজের লক্ষ্য। নিজের স্বপ্ন বাস্তবায়নে মনোযোগী ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আরও থাকতে হবে নিজের মাঝে বিনয়। তাহলে জীবনে সফলতা অনায়াসেই ধরা দেবে। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কর্তৃক আয়োজিত ‘বিনয় ও সফলতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে সুফি মিজানুর রহমান বলেন, মানুষকে ভালোবাসতে হবে। সবাইকে সম্মান করতে হবে। কাউকে হেয় করা যাবে না। জীবনে সফল হতে তোমাদের সাধনা করতে হবে। নিজ লক্ষ্যে অটুট থাকতে হবে। এছাড়াও তুমি জীবনে কতটুকু বড় হবে তা নির্ভর করবে তোমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত কতটুকু কাজ করবে ও মানুষের জন্য কতটুকু চিন্তা করবে তার উপর। কোন জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না।
চবি ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিনয় হচ্ছে মনের সৌন্দর্যবোধের বাহ্যিক উপস্থাপনা। তাই বিনয় মানুষকে মহৎ ও সফল করে তুলে।
মন্তব্য করুন