শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জীবনে সফলতার জন্য কঠোর পরিশ্রম ও সততা প্রয়োজন­­ -সুফি মিজান

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও জ্ঞান আরোহণ করতে হবে। ঠিক করতে হবে নিজের লক্ষ্য। নিজের স্বপ্ন বাস্তবায়নে  মনোযোগী ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আরও থাকতে হবে নিজের মাঝে বিনয়। তাহলে জীবনে সফলতা অনায়াসেই ধরা দেবে। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কর্তৃক আয়োজিত ‘বিনয় ও সফলতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে সুফি মিজানুর রহমান বলেন, মানুষকে ভালোবাসতে হবে। সবাইকে সম্মান করতে হবে। কাউকে হেয় করা যাবে না। জীবনে সফল হতে তোমাদের সাধনা করতে হবে। নিজ লক্ষ্যে অটুট থাকতে হবে। এছাড়াও তুমি জীবনে কতটুকু বড় হবে তা নির্ভর করবে তোমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত কতটুকু কাজ করবে ও মানুষের জন্য কতটুকু চিন্তা করবে তার উপর। কোন জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না।
চবি ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিনয় হচ্ছে মনের সৌন্দর্যবোধের বাহ্যিক উপস্থাপনা। তাই বিনয় মানুষকে মহৎ ও সফল করে তুলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
মরিয়ম তাবাস্সুম ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৮ এএম says : 0
ঠিক বলছে...বিনয় ছাড়া কেউই প্রকৃত মানুষহতে পাড়ে না
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ