কোর্ট রিপোর্টার : রাজধানীল উত্তরায় কিশোর আদনান হত্যা মামলায় গ্রেফতার গ্যাংস্টার দলের সাত তরুণকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম এ কে এম মাইনুদ্দিন এ আদেশ দেন। এই তরুণেরা হলেন শাহরিয়ার বিন সাত্তার, আকতারুজ্জামান ছোটন, জাইদুল ইসলাম জুয়েস, শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন সানি, মিজানুর রহমান সুমন।
এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক শাহীন মিয়া ওই সাত তরুণকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা ঘটনার দিন ধারালো অস্ত্র দিয়ে আদনানকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন