নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার: ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ৩৭ মণ জাটকা আটক করেছে পাগলা কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় ‘এম ভি কর্নফুলী-১০’, এম ভি কর্নফুলী-১’ নামক যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকা আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এম আর জামান পেটি অফিসার এর নেতৃত্বে একটি অপারেশন দল ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই জাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তা আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর তাসনিম জেবিন বিনতে শেখের কাছে হস্তান্তর করা হয়। পরে আটকৃত জাটকাগুলো উপজেলার ৪০টি মাদরাসা ও এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন