শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নিউমার্কেট কাঁচাবাজারে অগ্নিকান্ডে নিহত ১ দগ্ধ ৩

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে অগ্নিকান্ডে আমজাদ (২৪) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ৩ জন। আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে কাঁচাবাজারের নার্গিসের ভাঙারি দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দোকানের এক কর্মচারী আল আমিন জানান, যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা সবাই নার্গিসের দোকানের কর্মচারী। আমিও ওই দোকানে কাজ করি। আমি এ সময় দোকানের মালিক নার্গিসের বাসায় ছিলাম। আগুনের খবর পাওয়া মাত্র দোকানে আসি। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। বাকী তিনজনের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, প্লাস্টিকের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন