শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জিপি স্টার গ্রাহকদের জন্য ওয়েডিং ডায়েরির বিশেষ ছাড়

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য ওয়েডিং ডায়েরির আকর্ষণীয় ছাড় ঘোষণা করা হয়েছে। বিয়ের ছবি তোলার প্রতষ্ঠান ‘ওয়েডিং ডায়েরি’ গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য বিবাহ প্যাকেজে এই বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই অফারের অধীনে স্টার গ্রাহকরা এখন থেকে ওয়েডিং ডায়েরির সকল ধরনের সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন। তবে অফারের সবচেয়ে আকর্ষণ হচ্ছে স্টার গ্রাহকদের জন্য ১ দিনের প্যাকেজ। এই প্যাকেজের অধীনে ২ জন অভিজ্ঞ ফটোগ্রাফার ৫ ঘণ্টা ছবি তুলবেন, ২ জন অভিজ্ঞ ভিডিওগ্রাফার ফুল এইচডি ভিডিও করবেন যা ব্লু-রে ডিস্কে ধারণ করা হবে, ১৫০টি ছবি বিশেষভাবে সম্পাদনা করে প্রিন্ট করা হবে এবং ১টি টি-টেবিল ফটোবুক তৈরি করা হবে। ৪২ হাজার টাকার প্যাকেজ স্টার গ্রাহকরা পাবেন ৩৪ হাজার টাকায়। এই অফার শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য হবে। গ্রামীণফোনের হেড অফ হাই ভ্যালু সেগমেন্ট রেজওয়ান মোঃ চৌধুরী এবং ওয়েডিং ডায়রির সিইও প্রিত রেজা সম্প্রতি জিপি হাউজে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন