শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রিট খারিজ

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিচার বিভাগ এবং উচ্চ আদালত সম্পর্কে বিভিন্ন মর্যাদাহানিকর বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এস এম জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান রিট দায়ের করেন। পরে রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। এর আগে ওই বিচারপতি বরাবর যথাযথ জবাব চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। পরবর্তীতে গত সোমবার রিট করেন। রিটে বিবাদী করা হয়েছিল তথ্য সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে। অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর দেয়া বক্তব্য দেশের বিচারাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুসারেও গণমাধ্যমে সংবাদ প্রকাশেও কিছু বাধা-নিষেধ রয়েছে। এ কারণে পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়। এ কারণে পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন