ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তিকে জবাই করে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে পৌর এলাকার টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার দুপুরে লাশ উদ্ধার করে। এসময় ওই ঘর থেকে একটি ব্যাগ, একটি ট্রেনের টিকেট ও হাসপাতালের একটি ফরম উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার একটি টিনের ঘর থেকে আগুন পোড়া গন্ধ পেয়ে ভিতরে প্রবেশ করে একটি মৃতদেহ দেখতে পায়। বিষয়টি সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিনকে জানানো হয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ফরমে আঃ হালিম লেখা ও গত রবিবার ফেণী থেকে আখাউড়ায় আসার আন্ত:নগর মহানগর গোধূলি ট্রেনের টিকেট উদ্ধার হয়। সাবেক পৌর কাউন্সিলর জালাল উদ্দিন বলেন, কেউ শত্রুতা বশত অথবা টাকা পয়সা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আবু বক্কর জানান, নিহতের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহতের শরীরে আগুন দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন