নোয়াখালী ব্যুরো : কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে বিদেশ থেকে আমদান করা ২ কোটি টাকার কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। পপুলার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি কর্তৃক আমদানিকৃত কাঠের ডিপোতে গতকাল বুধবার ভোররাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বসুরহাট নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন ডিপোতে আমদানি করা গর্জন, চাপালিশসহ বিভিন্ন প্রকার কাঠে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা আগুন ধরিরে দেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসে জানালে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১০ হাজার ফুট বিদেশী কাঠ পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে পপুলার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কোম্পানীর এম.ডি বাবু অরবিন্দু ভৌমিক জানান, এর আগেও দুষ্কৃতকারীরা কয়েকবার ফিল্ডে আগুন দিয়ে আমাদের কয়েক হাজার ফুট গাছ পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন