শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৪ শিশু হত্যা আরেক ঘাতকের দ্বায় স্বীকার

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা ঃ জেলার বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আরেক ঘাতক আরজু মিয়া। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে তাকে হাজির করা হয়। গতকাল বুধবার বিকেল ৩টায় তাকে আদালতে নিয়ে আসেন চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোকতাদির হোসেন রিপন। পরে বিকেল ৪টা থেকে সাড়ে পাচটা পর্যন্ত সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। প্রায় দেড় ঘন্টা ধরে তার দেয়া জবানবন্দিতে বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য। এর আগে গত শুক্রবার ঘাতক আব্দুল আলী বাগালের পুত্র রুবেল মিয়া ও সোমবার তার ভাই জুয়েল মিয়া একই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা তিন জনই ঘটনার দায় স্বীকার করে এবং লোমহর্ষক বর্ণনা দিয়েছে আদালতে। উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আরজু হত্যাকা-ের সাথে সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করেছে। ফলে এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। ওই চার শিশুকে অপহরণের দিনই তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ওই দিনই বালি চাপা দিয়েছে কিনা এ বিষয়ে সে কিছু বলতে পারেনি। এ সম্পর্কে সে জানায় বালি চাপার বিষয়ে বলতে পারবে আব্দুল আলী বাগাল ও তার পুত্রসহ অন্যান্যরা। এবং কিলিং মিশনে অংশ নিয়েছিল ৯ থেকে ১০ জন। সে ৪ থেকে ৫ জনের নাম জানালেও সবার নাম জানেনা বলেও জানায়। এদিকে স্বীকারোক্তি ছাড়াও পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য উদঘাটন করেছে এবং ঘটনার সাথে অন্য কোন কারন আছে কিনা এসব রহস্য উৎঘাটনের চেষ্ঠা করছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন