শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিসিকের বিএনপিপন্থী দুই কাউন্সিলর বরখাস্ত

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত আদেশ গত মঙ্গলবার রাতে হাতে পেয়েছেন ওই দুই কাউন্সিলর।
সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলররা হলেন- ৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম এবং ১৯নং ওয়ার্ডের দিনার খান হাসু। এ দুজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বরখাস্ত হওয়ার বিষয়টি সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাদের বরখাস্ত করা হয়েছে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা। একটি সূত্র জানায়, কাউন্সিলর ফরহাদ ও দিনারের বিরুদ্ধে মামলা রয়েছে। নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে চার্জশিট দেয়া হয়। চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় এ দুজনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ ব্যাপারে বরখাস্ত হওয়া কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘আমি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন