সাভার থেকে স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা বলেছেন, তাঁর নিরপেক্ষতার নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য কিংবা ক্রিয়া-প্রতিক্রিয়া নেই।
গতকাল বুধবার শপথের পর আজ বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
গতকাল বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিইসি কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।
দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব, যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি।’
নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে সিইসি বলেন, ‘তবে কেন বলেন, কীভাবে বলেন, এটা তাদের ব্যাপার। এখানে আমাদের কোনো মন্তব্য, ক্রিয়া-প্রতিক্রিয়া কিছুই নাই।’
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের স্বাগত জানান ঢাকার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।
সিইসির নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তাঁরা।
গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন